চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৭টি স্থানে ১৪৪ ধারা জারি
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৭টি স্থানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
চাঁদপুর-২ আসনের এমপি নুরুল আমিন রুহুল এবং একই আসনের সাবেক এমপি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার কর্মী-সমর্থকরা সমাবেশ ডাকায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়। পুলিশ জানায়, একই সময়ে একই জায়গায় দুই রাজনৈতিক নেতার পক্ষে সভা ডাকায় বিশৃঙ্খলা ও সহিংসতার আশঙ্কা রয়েছে। তাই ভোর ৬টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। ১৪৪ ধারা জারিকরা স্থানগুলো হলো- উপজেলার শ্রীরায়ের চর, মোহনপুর, ফতেপুর, এখলাছপুর, দশানী, আমিরাবাদ ও মতলব সেতুর উত্তর পাড় এলাকা।