চাঁদপুরের মেঘনায় অভিযানের সময় নৌ পুলিশের উপর হামলা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
- / ১৬৬৭ বার পড়া হয়েছে
চাঁদপুরের মেঘনায় মা ইলিশ সংরক্ষণ অভিযানের সময় নৌ পুলিশের উপর হামলা করে জেলেরা । এতে নৌ পুলিশের এক সদস্য গুরুতর আহত হয়।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে জেলেরা জালের ইটের চাক্কি মারা শুরু করে। জেলের ইটের টুকরার আঘাতে মুখমন্ডলে মারাত্মক জখম হয় হাসান মিয়া নামে পুলিশের এক সদস্য । গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠনো হয়েছে। এদিকে মা ইলিশ সংরক্ষণ অভিযানে নৌ পুলিশের ওপর হামলার ঘটনায় গতকাল রাতে নৌ পুলিশ বাদী হয়ে সদর মডেল থানায় অজ্ঞাত অর্ধ শত জেলেকে আসামি করে মামলা করা হয়।রাতে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের সফরমালি এলাকায় এই ঘটনা ঘটে ।