চাঁদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন উদ্বোধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৮০ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে উদ্বোধন হয়েছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন। এতে চাঁদপুরের ৮ উপজেলার ৮ হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করছেন।
সকালে চাঁদপুর স্টেডিয়াম থেকে প্রায় ১ হাজার দৌড়বিদের অংশগ্রহণে শুরু হয় প্রতিযোগিতা। এর আগে টেলি কনফারেন্সের মাধ্যমে ম্যারাথনের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। অ্যাপস ব্যবহারের মাধ্যমে আগামী ৭ মার্চ পর্যন্ত এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে। উদ্বোধনী ম্যারাথনে পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী, আনসার-ভিডিপিসহ বিভিন্ন শ্রেণী-পেশার সহস্রাধিক লোক অংশ নেন।