মেঘনার তীব্র ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে শত শত কোটি টাকার আশ্রয়ণ প্রকল্পের পাকা বসত-ঘর
- আপডেট সময় : ১১:৪৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯
- / ১৬১৩ বার পড়া হয়েছে
প্রমত্তা মেঘনার তীব্র ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে চাঁদপুরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে ৩’শ কোটি টাকা ব্যয়ে নির্মিত আশ্রায়ণ প্রকল্পের পাকা বসত ঘরগুলো।ইতিমধ্যে হরিনা ও গোক্ষুরদী এলাকার আশ্রায়ণ প্রকল্পের ২৫টি ব্যারাকের শতাধিক পরিবারের থাকার বসতঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদী গর্ভে বিলীন হওয়ার পথে প্রকল্পের ১৩৫টি ব্যারাকের ৬৭৫টি বসতঘর।
উত্তাল মেঘনার ক্রমাগত ভাঙনে নিঃস্ব কয়েক হাজার মানুষের বসবাস এখন সরকারি আশ্রয়ণ প্রকল্পে । কিন্তু ক্রমাগত নদী ভাঙ্গনের কারণে এখানেও অনিশ্চয়তায় দিন কাটছে প্রকল্পে আশ্রয় নেয়া পরিবারগুলোর। চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের মেঘনা নদীর পশ্চিম পাড়ে এখন শুধুই কান্না আর হতাশার চিত্র।
প্রচন্ড ভাঙনে আশ্রয়ণ প্রকল্পের পাকা ঘরগুলো এখন নদীতে বিলীন হয়ে যাচ্ছে। তাই ভাঙনরোধে উদ্যোগ নেয়ার দাবী স্থানীয় জনপ্রতিনিধির ।এদিকে, ভাঙন প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা নেয়ার কথা জানান, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান। শুধু আশ্বাস নয়, দ্রুত উদ্যোগের মাধ্যমে সমাধান হবে নদী ভাঙ্গনের, এমনটাই প্রত্যাশা প্রকল্পে বসবাস করা অসহায় মানুষগুলোর ।