চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পাঠদান চলছে জরাজীর্ণ, ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ভবনে
- আপডেট সময় : ১১:১৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পাঠদান চলছে জরাজীর্ণ, ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ভবনে। এতে আতংকে ক্লাস করছে শিক্ষার্থীরা। নতুন ভবন নির্মাণ না হওয়ায় বাধ্য হয়েই চলছে পাঠদান।
চাঁদপুর জেলার ৮ উপজেলায় ২৭৪টি স্কুলের ভবন জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ। এসব ভবনের কোনটিতে দেয়ালে-ছাদে ধরেছে ফাটল। খসে পড়ছে পলেস্তরা। কোনোটি আবার সেমিপাকা হওয়ায় ভেঙে গেছে টিনের চালা, কিংবা দেয়াল। এরপরও ঝুঁকি নিয়েই চলছে এসব স্কুলের প্রায় ৩০ হাজার শিশুর শিক্ষা কার্যক্রম।
জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় রয়েছে ২৯টি, ফরিদগঞ্জ উপজেলায় ৮০টি, কচুয়া উপজেলায় ২৬টি, হাজীগঞ্জে ৪৩টি, হাইমচর উপজেলায় ৪টি, শাহরাস্তি উপজেলায় ২৮টি, মতলব দক্ষিণে ২৭টি এবং মতলব উত্তর উপজেলায় ৩৭টি। যেকোন সময় দুর্ঘটনা হতে পারে বলে আতংকে থাকেন শিক্ষকরাও।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানালেন, এরমধ্যে কিছু বিদ্যালয়ের উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। দ্রুত সময়ে ঝুকিপূর্ণ ভবনগুলো ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হবে এমনটাই প্রত্যাশা সবার।