চাঁদাবাজির প্রতিবাদে চট্টগ্রামে গণপরিবহন চলাচল বন্ধ
- আপডেট সময় : ১২:০২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
চাঁদাবাজ হিসেবে মামলা দিয়ে গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীতে গণপরিবহণ চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহণ মালিক-শ্রমিকদের একাধিক সংগঠন।
পূর্বঘোষণা ছাড়া হঠাৎ করে ধর্মঘটের ডাকে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। গণপরিবহনের অভাবে মোড়ে মোড়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের। উপায় না পেয়ে কেউ পায়ে হেঁটে আবার কেউ রিকসা বা সিএনজিতে করে বেশী টাকা ভাড়া গুনে গন্তব্যে গেছেন। বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুর আলম জানান, বুধবার দুপুরে নগরীর অলংকার এলাকা থেকে ৫ জন লাইনম্যানকে তুলে নিয়ে যায় রেব। পড়ে তাদেরকে চাঁদাবাজির মামলায় গ্রেফতার দেখানো হয়। শ্রমিক হয়রানীর প্রতিবাদে কর্মবিরতিতে গেছেন শ্রমিকরা।তাদের এই কর্মসুচির সঙ্গে মালিকদের সংগঠনও সংহতি জানিয়েছে। প্রথমদিন শুধু মহানগরীতে এই কর্মসূচি পালিত হচ্ছে, দাবি আদায় না হলে আন্তজেলায়ও গণপরিবহন চলাচল বন্ধ করে দেয়ার কথা জানান তিনি।