চাঁদাবাজি, ফুটপাত ও বাড়ী দখলের অভিযোগ দক্ষিণ সিটির ৩১নং ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে
- আপডেট সময় : ০৪:২৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
চাঁদাবাজি, ফুটপাত ও বাড়ী দখলের অভিযোগ উঠেছে ঢাকা দক্ষিণ সিটির ৩১নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধে। দাপট খাটিয়ে একের পর এক সবকিছু নিজের কব্জায় নেয়ার অসংখ্য অভিযোগ করেছেন স্থানীয়রা। তবে, ভয়ে বেশিরভাগ মানুষই মুখ খুলতে নারাজ হলেও মৌলভীবাজারের নিত্যপণ্যের ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ- ইজারার নামে প্রতিনিয়ত অধিক হারে অর্থ আদায় করছে কাউন্সিলর বাহিনী। আর সিটি কর্পোরেশন বলছে, ইজারার বিষয়ে লিখিত অভিযোগ পেলে নেয়া হবে ব্যবস্থা।
ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের পৃষ্ঠপোষকতায় দীর্ঘদিন ধরে দক্ষিণ সিটির ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তারের অভিযোগ স্থানীয়দের।
২০২০ সালে কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর থেকে একের পর এক নিজস্ব বাহিনী ব্যবহার করে নানা সম্পদ নিজের কব্জায় নিতে মরিয়া শেখ মোহাম্মদ আলমগীর।
পুরনো ঢাকার মৌলভীবাজার কাঁচাবাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ, ইজারার নামে দোকানপাট থেকে অধিক অর্থ হাতিয়ে নিচ্ছেন কাউন্সিলর আলমগীর। এতে বাড়ছে দ্রব্যমূল্য। ইজারার কথা বল্লেও কোনো রসিদ না দেয়ায় অসন্তোষ বাড়ছে ব্যবসায়ীদের।
অনুসন্ধানে দেখা গেছে দক্ষিণ সিটি কর্পোরেশন, এ বাজার বার্ষিক প্রায় এক কোটি টাকায় ইজারা দেয় মেসার্স তামান্না ট্রেডার্সের নামের একটি প্রতিষ্ঠানকে। কিন্তু সেখানেও টাকা তুলছে কাউন্সিলনের লোকজন।
পরিসংখ্যানে দেখা গেছে, সাড়ে তিনশো’র বেশি ক্ষুদ্র দোকান থেকে বছরে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।
শুধু বাজার দখলের অভিযোগই শেষ নয়, আবুল খয়রাত রোডে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা একটি ভবন দলখ করে অভিয়োগ রয়েছে এই কাউন্সিলরের বিরুদ্ধে।