চাঁদার দাবিতে এসএ পরিবহনের ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় একজন গ্রেপ্তার
- আপডেট সময় : ০৮:৩৮:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
- / ১৭৪৩ বার পড়া হয়েছে
চাঁদার দাবিতে কুমিল্লায় এসএ পরিবহনের নির্মানাধীন ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে বেলায়েত রনি রানা ও লিটন-সহ ৮ থেকে ১০ জন সন্ত্রাসী নগরীর প্রফেসর পাড়ায় এসএ পরিবহনের অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে লুটপাট চালায় এবং কর্মীদের মারধর করে। পরদিন কোতয়ালী থানায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক কামাল হোসেন বাদী হয়ে হামলা, ভাংচুর ছিনতাই ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন।
কুমিল্লা সদরের প্রফেসর পাড়ায় এসএ পরিবহনের ভবন ও সীমানা প্রাচীর নির্মান কাজে বাধা দিয়ে আসছিলো বেলায়েত রনি রানা ও লিটন-সহ ৮ থেকে ১০ জন সন্ত্রাসী। ভবন নির্মাণ কাজ শুরু আগে কেন যোগাযোগ করা হয়নি –এ জন্য মোটা অংকের চাদা দাবি করে হুমকিও দেন তারা। চাঁদা না দেয়ায় বুধবার সকালে নির্মান শ্রমিকদের মারধর করে কাজ বন্ধ করে দেয় সন্ত্রাসীরা। রড, লাঠিসোটাসহ দেশীয় অস্ত্র নিয়ে এসএ পরিবহন অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে এবং নগদ টাকা ছিনিয়ে নিয়ে লুটপাট চালায়। আহতদের কুমিল্লা জেনারেল হাসপাতাল ও স্থানীয় পর্যায়ে চিকিৎসা দেয়া হয়। পরদিন কুমিল্লা কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করেন প্রতিষ্ঠানটির কুমিল্লা শাখা ব্যবস্থাপক কামাল হোসেন।
বুধবার সন্ত্রাসী হামলার ঘটনায় এসএ পরিবহনের কর্মীদের চিৎকার শুনে আশপাশ থেকে লোকজন ছুটে আসলে দুবৃত্তরা চলে যায়। তবে চাঁদা না দিলে মিথ্যা মামলা, কুৎসা রটানো এবং রাতের আধারে এসএ পরিবহন অফিস পুড়িয়ে দেয়ার হুমকি দেয়।
এরইমধ্যে পুলিশ একজনকে গ্রেফতার করেছে। অন্যদের ধরতে পুলিশ কাজ করছে বলে জানান কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল আজিম।
সন্ত্রাসী চাঁদাবাজ নির্মূলে পুলিশ আরো সক্রিয় হবে এবং হামলার ঘটনা জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি এসএ পরিবহন কর্তৃপক্ষের।