চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-ভুটভুটির সংঘর্ষে তিনজন নিহত
- আপডেট সময় : ১২:২৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাক ও ভুটভুটির সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।
সকালে নাচোল উপজেলা ধানসুরা মোড়ের দুর্ঘটনা ঘটে। নিহতরা হলন-গোমস্তাপুর উপজেলার রেজাউল করিম, লিটন ও আব্দুল মালেক। এরা সবাই ধান কাটার শ্রমিক।নাচোল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত স্টেশন অফিসার ইব্রাহিম আলী জানান, গোমস্তাপুর থেকে ধান কাটার শ্রমিক নিয়ে একটি ভটভোটি সোনাইচন্ডী হয়ে সংযোগ সড়ক দিয়ে ধানসুরা মোড়ের মূল সড়কে উঠছিল। এ সময় আড্ডার দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক ভটভোটিকে ধাক্কা দেয়।পরে হাসপাতালে নিলে সেখানেই তারা মারা যান। আহতদের হাসপাতালে চিকিৎসা হচ্ছে।
এদিকে, সাতক্ষীরার তালায় সাইকেল-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। নিহতের নাম প্রান্ত দাশ। শালিখা ডিগ্রী কলেজের প্রভাষক এস.আর. আওয়াল জানান, প্রান্ত বাইসাইকেল চালিয়ে বাড়ি থেকে তালা-শালিখা সড়কের উপর আসামাত্র দ্রুতগামী মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে হয়। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।