চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত পথে ঢুকছে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট
- আপডেট সময় : ০৫:৩০:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ঢুকে পড়েছে। এটাই এখন বড় আশঙ্কার কারণ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া করোনা রোগীদের ৫০ শতাংশই বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলার। এমন পরিস্থিতিতে সীমান্তে অ্যালার্ট থাকার নির্দেশনা দেয়া হয়েছে বিজিবিকে। আর সংক্রমণ ঠেকাতে চলাচল সীমিত করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
চাঁপাইনবাবগঞ্জের করোনা পরিস্থিতি ভাবিয়ে তুলেছে সবাইকে। ঈদের পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যত করোনা রোগী ভর্তি হয়েছে, তার অর্ধেকই এই জেলা সদর ও ভারতীয় সীমান্তঘেঁষা শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। ধারণা করা হচ্ছে, এই সীমান্ত দিয়ে আসা-যাওয়ার মাধ্যমেই ভারতীয় ভ্যারিয়েন্ট চলে এসেছে বাংলাদেশে। তবে তা নিশ্চিত হতে নমুনা পাঠানো হয়েছে আইইডিসিআরে।
পরিস্থিতি মোকাবেলায় রাজশাহী অঞ্চলের সীমান্তজুড়ে অ্যালার্ট থাকার নির্দেশনা দেয়া হয়েছে বিজিবিকে। সীমিত করা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের চলাচলও।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, করোনার রোগী বাড়তে থাকায় চিকিৎসা দিতেও বেগ পেতে হচ্ছে।
এ অঞ্চলের সীমান্ত দিয়ে ভারত ফিরে থেকে আসা বাংলাদেশীদের সরকারী খরচে কোয়ারিন্টাইনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে।