চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে এক নারীসহ তিনজনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে।
গেলরাতে বৃষ্টির সময় বজ্রপাতে নিহত হন তারা। এরা হলেন, শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর গ্রামের ফারুক হোসেনের স্ত্রী রুমালী বেগম, মনাকষা ইউনিয়নের রানীনগর হঠাৎপাড়ার সাইদুর রহমানের ছেলে মামুন এবং সদর সুন্দর ইউনিয়নের মরাপাগলা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে সাদেকুল ইসলাম। স্বজনরা জানান, বৃষ্টির সময় বাড়ীর উঠানে কাজ করছিলেন রুমালী বেগম। এ সময় হঠাৎ করে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এছাড়াও সন্ধ্যায় বৃষ্টির সময় বাইরে আম কুড়াতে গেলে মারা যায় মামুন ও সাদেকুল ইসলাম।