চাকরিচ্যুত মেজর জিয়াসহ ছয় আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত
- আপডেট সময় : ০২:১৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
- / ১৬২২ বার পড়া হয়েছে
রাজধানীর কলাবাগানে সমকামীদের অধিকার বিষয়ক সাময়িকী ‘রূপবান’-এর সম্পাদক জুলহাস মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব তনয়কে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় চাকরিচ্যুত মেজর জিয়াসহ ছয় আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বাকি দুই আসামি খালাস পেয়েছেন।
দুপুরে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমানের আদালত এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে জিয়া, আকরাম হোসেন, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, আরাফাত রহমান, শেখ আব্দুল্লাহ ও আসাদুল্লাহ। এদের মধ্যে জিয়া ও আকরাম পলাতক রয়েছে। বাকিদের আদালতে হাজির করা হয়েছিল। খালাস প্রাপ্তরা হলেন সাব্বিরুল হক চৌধুরী ও মওলানা জুনায়েদ আহম্মেদ। মৃত্যুদণ্ডের পাশাপাশি ছয় আসামির ৫০ হাজার টাকা করে জরিমানা ও আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য হওয়ায় আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০১৬ সালের ২৫ এপ্রিল কলাবাগানের লেক সার্কাস রোডের বাড়িতে ইউএসএইড কর্মকর্তা ও সমকামী অধিকারকর্মী জুলহাস মান্নান ও তার বন্ধু থিয়েটারকর্মী মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ২০১৯ সারের ১২ মে জিয়াসহ আটজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক মুহম্মদ মনিরুল ইসলাম এ চার্জশিট দাখিল করেন।