চাকরি ফিরে পেতে আবেদন করেছেন বরখাস্ত হওয়া মো. শরীফ উদ্দিন চৌধুরী

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
চাকরি ফিরে পেতে দুর্নীতি দমন কমিশনে আবেদন করেছেন বরখাস্ত হওয়া উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন চৌধুরী।
পদ থেকে নিজের অপসারণকে অসাংবিধানিক দাবি করেছেন তিনি। চাকরি হারানোর ১১ দিন পর আজ তিনি লিখিত আবেদন করেন । শরীফ উদ্দিন বলেন, কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ ছাড়াই তাঁকে অপসারণ করা হয়। এটি সংবিধানের মৌলিক অধিকারের লঙ্ঘন। দুদকের চট্টগ্রাম কার্যালয়ে থাকার সময় বিভিন্ন মামলা তদন্ত করে আলোচোনায় আসেন শরীফ। পরে তাকে সেখান থেকে বদলি করা হয় পটুয়াখালীতে। গেল ১৬ ফেব্রুয়ারি রাতে তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়।