চাকুরীর পেছনে না ছুটে গবাদি পশু পালনে ঝুঁকছে বগুড়ার শিক্ষিত তরুণরা
- আপডেট সময় : ০১:৪৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
- / ১৬১৪ বার পড়া হয়েছে
চাকুরীর পেছনে না ছুটে গবাদি পশু লালন-পালনে ঝুঁকছে বগুড়ার শিক্ষিত তরুণরা। গড়ে তুলেছে গরুর খামার। দেশীয় খাবারে গরু মোটা-তাজাকরণ করে স্বাবলম্বী সবাই। কোরবানীর ঈদের আগে এখন ব্যস্ত সময় পার করছেন এই উদ্যোক্তারা।
সানোয়ার হোসেন অর্ক,বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এইচএসসি পাস করেছেন। এরপর ঢাকার একটি ইউনিভার্সিটি থেকে বিবিএ করেন। চাকুরীর পিছনে না ছুটে গড়ে তোলেন গরুর খামার। এখন তার দুটি খামারে কোরবানীর জন্য তৈরি আছে ৬০ টিরও বেশি গরু। এক একটি গরুর দাম চার লাখ থেকে সর্বোচ্চ ১২ লাখ টাকা। অর্কর মত শিক্ষিত তরুণরা বিভিন্ন এলাকায় খামার গড়ে লাভবান হয়েছেন।
তবে পশু খাদ্যের দাম বেড়ে যাওয়ায় নতুন সংকটে পড়েছেন তারা।
খামারীদের সরকারিভাবে বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে জানালেন প্রাণিসম্পদ অধিদপ্তরের এই কর্মকর্তা।
সরকারী হিসেবে বগুড়ায় ছোট-বড়খামার রয়েছে ৪৪ হাজার ৩২৯ টি। এর অধিকাংশই তরুণ উদ্যোক্তাদের। এবার ৭ লাখ ২৬ হাজার পশু কোরবানীর জন্য তৈরি আছে।