চামড়া সংগ্রহ করতে পুরোপুরি প্রস্তুত সাভারের চামড়া শিল্প নগরী
- আপডেট সময় : ০৯:৫৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩
- / ১৬৪৭ বার পড়া হয়েছে
রাত পোহালেই কোরবানীর ঈদ। চামড়া সংগ্রহ করতে পুরোপুরি প্রস্তুত সাভারের চামড়া শিল্প নগরীর ট্যানারি মালিকরা। এরই মধ্যে কারখানা কর্তৃপক্ষ ও বিসিকের পক্ষ থেকে নেয়া হয়েছে নানা উদ্যোগ। কারখানাগুলোতে মজুদ রাখা হয়েছে লবনসহ নানা রাসায়নিক দ্রব্য। প্রস্তত অতিরিক্ত শ্রমিকও। পুরো শিল্প এলাকাজুড়ে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও।
সাভারের হেমায়েতপুরের হরিণধরায় অবস্থিত বিসিকের চামড়া শিল্প নগরী। ঈদুল আযহাকে সামনে রেখে চলছে যাবতীয় প্রস্তুতি। বর্জ্য অপসারণসহ সব ব্যবস্থা নেয়া হয়েছে। বৈদ্যুতিক ত্রুটিও খতিয়ে দেখছে সংশ্লিষ্ট বিভাগ। বাড়তি চাপের বিষয়টি মাথায় রেখে প্রস্তুত রাখা হয়েছে কেন্দ্রীয় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সিইটিপি।
তবে এবারও লবণ ও রাসায়নিক দ্রব্যের মূল্য বেশী হওয়ায় অস্বস্তিতে পড়েছেন ট্যানারী মালিকরা। এবারও বাড়তি মজুরী গুণতে হবে শ্রমিকদের জন্য
ট্যানারী শিল্প নগরীর নির্বাহী প্রকৌশলী জানালেন, নিরবিচ্ছিন্ন গ্যাস-বিদ্যুতের সংযোগ নিশ্চিত করতে কাজ করছে সংশ্লিস্ট বিভাগ।
সাভারের চামড়া শিল্প নগরীর ২০টি বাদে পুরোদমে চালু রয়েছে ১৪২টি ট্যানারী। ট্যানারীগুলোতে যথাযথ উপায়ে চামড়া সংরক্ষণ কার্যক্রম সম্পন্ন করবেন এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।