চারদিন পর রাজধানীর নিউমার্কেট আবার ফিরেছে চিরচেনা রূপে
- আপডেট সময় : ০৭:৩৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
চারদিন পর ঢাকার নিউ মার্কেট আবার ফিরেছে চিরচেনা রূপে। চলছে জমজমাট ঈদের বেচাকেনা। মার্কেটের ভেতরে ও বাইরে পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। ভীতি কাটিয়ে ভিড় বেড়েছে ক্রেতাদের। সবকিছু ঠিক থাকলে সংঘর্ষের ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব হবে বলে জানান ব্যবসায়ীরা। এদিকে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত দুটি হত্যা মামলাসহ চারটি মামলা হয়েছে। যার মধ্যে দুই মামলা তদন্তের দায়িত্ব পেয়েছে গোয়েন্দা পুলিশ।
শিক্ষার্থী-ব্যবসায়ীদের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই, পুরনো চেহারায় ফিরেছে রাজধানীর নিউমার্কেট এলাকা। নিউ মার্কেট ছাড়াও আশপাশের গাউছিয়া, চাঁদনী চকসহ সব মার্কেট খুলেছে। সামনের সড়কে স্বাভাবিক রয়েছে যানবাহন চলাচল ।
সব মার্কেটের ভেতরের দোকানপাট খুলেছে। বাইরের ফুটপাতেও পণ্যের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। সবখানেই সরব উপস্থিতি ক্রেতাদের।
ক্রেতারা বলছেন, সংঘর্ষ-সহিংসতার কারণে যে ভীতি ছিল, তা কেটে গেছে। তাইতে ঈদ কেনাকাটা করতে এসেছেন তারা।
বৃহস্পতিবার মার্কেট খোলার প্রথম দিনে, ক্রেতাদের উপস্থিতি কম থাকলেও শুক্রবার ছুটির দিনে ক্রেতাদের ব্যাপক উপস্থিতিতে খুশি বিক্রেতারা।
এদিকে সংঘর্ষের ঘটনায় চারটি মামলায় আসামী হয়েছে ১৪শ জন। এর মধ্যে দুটি হত্যা মামলার তদন্তভার পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
সংঘর্ষে আহতদের মধ্যে যে কয়জন ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছিল; একে একে তারা চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। তবে দু’জন হাসপাতালে থাকেও তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।