চার দফা দাবিতে সারাদেশে চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সমাবেশ
- আপডেট সময় : ০৫:১২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
বকেয়া পরিশোধ ও চিনিকল বন্ধের প্রক্রিয়া বাতিলসহ চার দফা দাবিতে সারাদেশে সমাবেশ করেছে চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন
বকেয়া পরিশোধ ও চিনিকল বন্ধের প্রক্রিয়া বাতিলসহ চার দফা দাবিতে সমাবেশ করেছে রাজশাহী চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন। এসময় শ্রমিক নেতারা বলেন, বর্তমানে চিনিশিল্পের অবস্থা অত্যন্ত নাজুক হওয়ায় শ্রমিক ও কর্মচারীরা ৫-৬ মাস ধরে বেতন ভাতা পাচ্ছেন না।
শ্রমিক-কর্মচারীদের বকেয়া পরিশোধসহ ৫ দফা দাবি বাস্তবায়নে নাটোর চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশন ও আখ চাষী ফেডারেশনের ফটক সভা অনুষ্ঠিত হয়েছে।
আখচাষী বাঁচাও, শ্রমিক বাঁচাও, মিল বাঁচাও, হটাও দালাল, বাঁচাও মিল, মুজিব বর্ষের এই অঙ্গীকার নিয়ে ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলের আখ চাষী ও শ্রমিক কর্মচারীদের ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও ফটক সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ দফা দাবিতে চুয়াডাঙ্গায় কেরু এ্যান্ড কোম্পানি চিনিকলে গেইট মিটিং অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তরা জানায়- ৫ দফা দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুসিয়ারি দেওয়া হয়।
৪ দফা দাবিতে কুষ্টিয়া চিনিকলে শ্রমিক-কর্মচারি ইউনিয়ন ও চাষীদেও আন্দোলন অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, চলতি মাড়ই মৌসুমে দেশের ১৫টি চিনিকল একযোগে চালু করতে হবে। এটা না হলে কোন চিনিকল চালাতে দেওয়া হবে না।
পঞ্চগড়ে চিনিকল বন্ধ করার প্রক্রিয়া বাতিল,আখ চাষের প্রয়োজনীয় উপকরণ সরবারহসহ আখের মুল্য পরিশোধ ও আসন্ন মাড়াই মৌসুমে পঞ্চগড় চিনিকলসহ ১৫টি চিনিকল চালু রাখার ঘোষণাসহ তারিখ নির্ধারন এবং শ্রমিক কর্মচারীদের বেতন ও আখচাষীদের বকেয়া পাওনাদি পরিশোধের দাবিতে সভা অনুষ্ঠিত হয়েছে।