চার দফা দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছেন হেফাজত নেতারা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৫:০১ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
চার দফা দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছেন হেফাজত নেতারা। সংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্য সচিব নুরুল ইসলাম জিহাদীর নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল মঙ্গলবার রাতে মন্ত্রীর বাসায় যান।
গ্রেপ্তারকৃত হেফাজত নেতাকর্মীদের মুক্তির ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আশ্বস্ত করেছেন বলে জানান নুরুল ইসলাম জিহাদী। তবে মামুনুল হকের বিষয়ে কোন কথা হয়নি বলেও জানান তিনি।হেফাজতের নেতা আরো জানান, সম্প্রতি গ্রেফতার হওয়া হেফাজতের ওলামা-মাশায়েখদের মুক্তি দেয়া, তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার এবং কওমি মাদ্রাসা খুলে দেয়াসহ চার দাবি লিখিতভাবে মন্ত্রীর কাছে দেয়া হয়েছে।