চার দিনেই শেষ পার্থ টেস্ট
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
চার দিনেই শেষ পার্থ টেস্ট। তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে ২৯৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ৪৪৮ রানের টার্গেট তাড়া করে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৭১ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।
৬ উইকেটে ১৬৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। ৫০ রান যোগ করতেই তিন উইকেট হারায় অজিরা। ৯ উইকেটে ২১৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। তাতে ৪৪৮ রানের টার্গেট দাঁড়ায় নিউজিল্যান্ডের সামনে। জবাবে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ কিউই ব্যাটসম্যানরা।দৃঢ়তা দেখাতে পারেননি কেউই। সর্বোচ্চ ৪০ রান করেন বিজে ওয়াটলিং। তারা আগে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৪১৬ রানের জবাবে ১৬৬ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন অজি পেসার মিচেল স্টার্ক।