চার দিনের সরকারি সফরে চীন গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৫:০২ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
- / ১৬০৪ বার পড়া হয়েছে
চার দিনের সরকারি সফরে চীনে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ১১টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে চীনের উদ্দেশে রওনা হন তিনি। পরদিন বেইজিংয়ে বিজনেস ফোরামে যোগ দিয়ে বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর চীন সফরে ২০টি সমঝোতা স্মারক সই হবে।
বুধবার চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসবেন বঙ্গবন্ধুকন্যা। বৈঠকে আর্থিক সহায়তা এবং নতুন প্রকল্পে অর্থায়নের মতো বিষয়গুলো গুরুত্ব পাবে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা করবেন। প্রধানমন্ত্রীর বেইজিং সফরের সময় দেশটির সঙ্গে বেশ কয়েকটি দলিল সইয়ের কথা রয়েছে। এছাড়া বঙ্গবন্ধুর বই ‘আমার দেখা নয়াচীনে’র চায়নিজ ভাষায় অনুবাদের মোড়ক উন্মোচন করবেন তিনি।