চালের দাম বাড়েনি বলে দাবি করেছেন খাদ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৯:০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
চালের দাম বাড়েনি বলে দাবি করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আর শিগগিরই পেঁয়াজের দাম ৬০ টাকার নিচে নেমে আসবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এফবিসিসিআই আয়োজিত গোলটেবিল আলোচনায় এসব তথ্য জানান এই দু’মন্ত্রী। আর এখন থেকে ভোগ্যপণ্যের বাজার মনিটরিং করবে জাতীয় রাজস্ব বোর্ড- এমন তথ্য সভায় জানান চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুইয়া।
কয়েক মাস ধরে অস্থির নিত্যপণ্যের বাজার। পেঁয়াজের দাম না কমতেই হঠাৎ বাড়ে চালের দাম। এর মাঝেই গুজবে দাম বাড়ে কয়েকটি পণ্যের। বাজারের এমন অবস্থায় করণীয় ঠিক করতে ভোক্তা-ক্রেতা সংশ্লিষ্ট কয়েকটি কমিশন, কয়েকটি মন্ত্রণালয় এবং বিভিন্ন চেম্বার প্রতিনিধিদের নিয়ে গোল টেবিল বৈঠকে বসে ব্যবসায়িদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
সভার শেষে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর চেয়ারম্যান জানান, এখন থেকে নিত্য ও ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করা হবে।
বাজারে চালের দাম বাড়েনি-এমন দাবি করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, খুচরা বাজারে চালের দামে হেরফের হওয়ার জন্য আড়তদারদের অসততাকে দায়ি।
দামে আলোড়ন সৃষ্টিকারী পেঁয়াজ নিয়ে প্রশ্ন করা হলে, বাণিজ্যমন্ত্রী শোনালেন আশার কথা।
গোলটেবিল আলোচনায় চালকল মলিক, লবন, পেঁয়াজ-সহ নিত্যপণ্যের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের নেতারা অংশ নেন।