চাল উদ্ধার, আটক, মামলার প্রস্তুতি
- আপডেট সময় : ০৮:০৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে অভিযান চালিয়ে ৩শ’ ৪৫ কেজি ত্রাণের চাল ও গাইবান্ধার সুন্দরগঞ্জে রামজীবন ইউনিয়নে পরিত্যক্ত একটি বাড়ি থেকে ৫০ বস্তা চালসহ দু’জনকে আটক করেছে পুলিশ। এছাড়া ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুর রশীদের বিরুদ্ধে নিজ বাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির ৬শ’ কেজি চাল অবৈধভাবে মজুদ করার অভিযোগ উঠেছে।
গোপালগঞ্জে অভিযান চালিয়ে ৩শ’ ৪৫ কেজি সরকারি চালসহ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মান্নান শেখকে গ্রেফতার করেছে রেব-৮। গত রাতে সাবেক ওই ইউপি সদস্যের বাড়ি থেকে সরকারী এসব চাল উদ্ধার করে রেব।
ময়মনসিংহের বালিয়া ইউপি সদস্য আব্দুর রশীদের বাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির ৬শ’ কেজি মজুদের খবর এলাকায় ছড়িয়ে পড়েছে। তবে ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, অবৈধভাবে চাল মজুদের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে চাল ও ইউপি সদস্যকে পাওয়া যায়নি। তবে এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
এদিকে, গেলরাত ১১টার দিকে গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ফেয়ার প্রাইসের ৫০ বস্তা চাল উদ্ধার করে। এসময় মকবুল ব্যাপারী ও চাল ব্যবসায়ী আয়নাল হককে আটক করা হয়। তাদের বাড়ি ওই ইউনিয়নের নিজপাড়া গ্রামে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ইউএনও।