চাষাড়া ট্রাজেডি : ২৩ বছরেও বিচার পায়নি নিহতের স্বজনরা
- আপডেট সময় : ১১:৩৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪
- / ১৬৪৭ বার পড়া হয়েছে
২৩ বছর পেরিয়ে গেলেও বিচার হয়নি নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আওয়ামীলীগ অফিসে বর্বরোচিত বোমা হামলার। হত্যা ও বিস্ফোরক মামলার চার্জশিট দিলেও বিচার কাজ চলছে ধীর গতিতে। নিহতদের পরিবারের দাবি তারা বেঁচে থাকতে এই ঘটনার কারণ জানাসহ দোষীদের বিচার দেখে যেতে চান।
সেদিনের নৃশংস বোমা হামলার ঘটনায় নিহত হয়ে ছিলেন ছাত্রলীগ নেতা সাঈদুল হাসান বাপ্পি ও অজ্ঞাত নারীসহ ২০জন। তৎকালিন সংসদ সদস্য একেএম শামীম ওসমান সহ আহত হয় অর্ধশত। অনেকেই চিরতরে পঙ্গুত্ব বরণ করেন। চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর মামলার তদন্ত কর্মকর্তার চূড়ান্ত রিপোর্ট দাখিল করেন। পরবর্তীতে ২০০৮ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে এ মামলাটি পূণরুজ্জীবিত করা হয়। মামলার বাদী অ্যাডভোকেট খোকন সাহা জানান, মামলায় এখনো সাক্ষ্যগ্রহণ করা হচ্ছে। তদন্তকারী কর্মকর্তারা সঠিক সময় না আসায় সাক্ষ্য গ্রহণ বিলম্বিত হচ্ছে।