চায়না রেল প্রজেক্টের সিকিউরিটি গার্ডদের গুলিতে ৭ শ্রমিক আহত
- আপডেট সময় : ০৮:০৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
মাওয়ায় পদ্মা সেতু প্রকল্পের পাশে সিতারামপুর চায়না রেল প্রজেক্টের ভেতরে বাংলাদেশী শ্রমিকদের বেতন চাওয়া নিয়ে সিকিউরিটি গার্ডদের গুলিতে ৭ শ্রমিক আহত হয়েছে।
লৌহজং থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসাইন জানান, পদ্মা সেতু প্রকল্পের পাশেই সিতারামপুর চায়না রেল প্রজেক্টের অফিসে বাংলাদেশী শ্রমিকদের বেতন- প্রতিদিন কাজের শেষে দেয়ার নিয়ম থাকলেও গত ক’দিন ধরে, শ্রমিকদের প্রতিদিনের বেতন আর আগের মতো দেয়া হচ্ছে না। শ্রমিকরা এ সিদ্ধান্ত না মেনে প্রকল্পের বাংলাদেশী কর্মকর্তাকে তা অবগত করে। এরপর বাংলাদেশী শ্রমিকদের প্রতিদিন আপাতত দেড়শ’ টাকা করে দেয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু শ্রমিকরা তা না মেনে, আগের নিয়মে বেতন দেবার দাবিতে একপর্যায়ে সন্ধ্যায় কাজ বন্ধ করে দেয়। প্রায় দু’ঘণ্টা কাজ বন্ধ থাকার পর রাত ন’টার দিকে শ্রমিকদের সাথে নিরাপত্তা কর্মীদের উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হয়। এসময় তর্ক-বিতর্ক হলে একপর্যায়ে চীনা নিরাপত্তা রক্ষীরা বাংলাদেশী শ্রমিকদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ৭ বাংলাদেশী শ্রমিক গুলিবিদ্ধ হয়।