চিকিৎসকদের বদলীর বিষয়ে নতুন একটি নীতিমালা প্রণয়নের কাজ চলছে : স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৪:৩৫:২২ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪
- / ২০৩৫ বার পড়া হয়েছে
ঢাকার বাইরে চিকিৎসকদের চাকরি করায় অনিহায় ক্ষোভ জানিয়ে কর্মস্থলে যোগ না দিলে চাকরি ছেড়ে দেয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্তলাল সেন।
সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন শেষে এই মন্তব্য করেন তিনি। এসময় স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, চিকিৎসকদের বদলীর বিষয়ে নতুন একটি নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এই নীতিমালা বাস্তবায়ন হলে উপজেলা পর্যায়েও চিকিৎসা সেবা নিশ্চিত হবে । এছাড়া বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়াই নিয়ে যাওয়া। সেই লক্ষ্যেই কাজ করছে সরকার। এটা সম্ভব হলে শহরের প্রধান প্রধান হাসপাতালগুলোর ওপর চাপ কমবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।চলতি মাসেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের স্বতন্ত্র বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করার ঘোষণাও দেন তিনি। পরে হাটহাজারীসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী।