চিকিৎসকসহ জনবল সংকটে স্বাস্থ্য সেবা ভেঙে পড়েছে শরীয়তপুর সদর হাসপাতালের

- আপডেট সময় : ১১:৪৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
চিকিৎসকসহ জনবল সংকটের কারণে স্বাস্থ্য সেবা ভেঙে পড়েছে শরীয়তপুর সদর হাসপাতালের। এক’শ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে সিনিয়র ও জুনিয়র কনসালটেন্ট মিলে ডাক্তারদের মোট ৫১টি পদ থাকলেও কর্মরত আছেন মাত্র ১৬ জন। এদের মধ্যে অধিকাংশ ডাক্তারই থাকেন ছুটিতে। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, চিকিৎসক সঙ্কটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
শরীয়তপুরের ৬ উপজেলার প্রায় ১৬ লাখ মানুষের নির্ভরযোগ্য চিকিৎসা কেন্দ্র সদর হাসপাতাল। কিন্তু চিকিৎসক ও লোকবল সংকটের কারণে ভেঙে পড়েছে চিকিৎসা সেবা। সিনিয়র কনসালটেন্টের ১১টি পদের মধ্যে আছেন মাত্র ২ জন। জুনিয়র কনসালটেন্টের ১৩টি পদের মধ্যে আছেন ৪ জন এবং মেডিকেল অফিসারের ২৬টি পদের মধ্যে কর্মরত আছেন মাত্র ৯ জন। সংশ্লিষ্ট চিকিৎসক না থাকায় কয়েক লাখ টাকা ব্যয়ে কেনা করা রেডিওলোজিসহ প্যাথলোজী বিভাগের বিভিন্ন যন্ত্রপাতি বিকল হতে বসেছে। হরহামেশাই ১৫০ থেকে ১৮০ জন রোগী ভর্তি থাকে এই হাসপাতালে। এছাড়াও বহির্বিভাগেও চিকিৎসা নেয় প্রতিদিন প্রায় সাড়ে ৭শ’ রোগী।
ভর্তি রোগীসহ বহির্বিভাগে আসা রোগীদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।
চিকিৎসকসহ জনবল সংকটের বিষয়টি স্বীকার করে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে জানালেন হাসপাতালের তত্ত্বাবধায়ক।