চিকিৎসকের অবহেলায় পাবলিক টয়লেটের সামনে মৃত সন্তান প্রসব করেছে এক প্রসূতি মা
- আপডেট সময় : ০২:৪২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
পটুয়াখালীতে ইউনিয়ন কমিউনিটি মেডিকেল কর্মকর্তার স্ত্রী ও পল্লী চিকিৎসকের অবহেলায় পাবলিক টয়লেটের সামনে মৃত সন্তান প্রসব করেছে এক প্রসূতি মা।
প্রসূতি রিমার শ্বাশুরী পারভিন বেগম জানান, গতকাল সকালে রাঙ্গাবালী উপজেলার চর মোন্তাজ ইউনিয়নের বউ বাজার এলাকার বিপ্লবের স্ত্রী রিমা আক্তারের প্রসব যন্ত্রণা শুরু হয়। প্রথমে তাকে স্থানীয় পল্লী চিকিৎসক সবুজ চিকিৎসা দেন। পরে কমিউনিটি মেডিকেল কর্মকর্তা সমীর ভূঁইয়ার স্ত্রী লাবনী রানী নরমাল ডেলিভারীর চেষ্টা করেন। এতে ৪ থেকে ৫ ঘন্টা সময় ক্ষেপণ হয়। এসময় রিমার অবস্থার অবনতি দেখে স্বজনরা জোর পূর্বক তাকে স্পিডবোড যোগে গলাচিপা নিয়ে আসেন। সেখান থেকে পটুয়াখালী নেয়ার পথে হরিদেবপুরের পাবলিক টয়লেটের সামনে রিমা মৃত সন্তান প্রসব করেন।
এদিকে, গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাক-মাইক্রোবাসের সাথে ত্রিমুখী সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
পুলিশ জানায়, মোটরসাইকেলে করে তিন আরোহী কাশিয়ানী থেকে গোপালগঞ্জে যাচ্ছিলেন। এসময় গোপালপুর বাজার এলাকায় ট্রাক-মাইক্রোবাস সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলের তিন আরোহী মারাত্মক আহত হন। আশংকাজনক অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মফিজ মোল্লা ও মারুফ মোল্লাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।