চিকিৎসার জন্য লন্ডন গেছেন তাসকিন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
চিকিৎসার জন্য লন্ডন গেছেন তাসকিন আহম্মেদ। দীর্ঘদিন ধরেই কাঁধের ইনজুরিতে ভুগছেন বাংলাদেশ দলের ডানহাতি এই পেসার। চোট থেকে পুরোপুরি সেরে উঠতে তার এই যাত্রা।
লন্ডনে তাসকিনের জন্য অপেক্ষা করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী। তার তত্ত্বাবধানে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নেবেন তাসকিন। কাঁধের চিকিৎসার কারণে গত দক্ষিণ আফ্রিকা সফর শেষ না করেই দেশে ফেরেন তাসকিন। একই কারণে খেলতে পারেন নি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। এবার ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের স্কোয়াডেও নেই তাকসিন। বর্তমান অবস্থা বিবেচনায় দ্বিতীয় ও শেষ ম্যাচেও তাকে পাওয়ার সম্ভাবনা কম।