চিকিৎসার জন্য হাসপাতালে আসার পর কাউকে ফেরত পাঠানো বড় ধরণের অপরাধ
- আপডেট সময় : ০৭:৪৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
চিকিৎসার জন্য হাসপাতালে আসার পর কাউকে ফেরত পাঠানো বড় ধরণের অপরাধ। কোন হাসপাতাল এই ধরণের অপরাধ করলে, তা মেনে নেয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। করোনা আক্রান্ত বা উপসর্গ নিয়ে অনেক মানুষ চিকিৎসা পাচ্ছেন না স্বীকার করে, কাউকে চিকিৎসা বঞ্চিত না করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান তিনি। দুপুরে রাজধানীর মহাখালীতে, করোনা চিকিৎসায় নতুন নিয়োগ পাওয়া দুই হাজার চিকিৎসকের যোগদান পরবর্তী ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এসব কথা বলেন জাহিদ মালেক।
করোনা রোগীদের চিকিৎসা প্রদানের লক্ষ্যে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নতুন নিয়োগপ্রাপ্ত ২০০০ চিকিৎসকের যোগদান পরবর্তী ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানীর মহাখালীর বিপিসিএস অডিটোরিয়ামে।
নবীন চিকিৎসকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক পরামর্শ তুলে ধরেন বিশিষ্ট চিকিৎসক এবং মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা।
সংশ্লিষ্টদের নির্দেশনা ও পরামর্শ মোতাবেক এই দুর্যোগকালীন করোনা রোগীদের সেবা প্রদানে নিজেদের অঙ্গীকার ব্যক্ত করেন নবীন চিকিৎসকরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী কাউকে চিকিৎসা বঞ্চিত না করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
দেশে করোনা শনাক্ত রোগী বাড়লেও, অন্য দেশগুলোর তুলনায় বাংলাদেশের পরিস্থিতি অনেক ভালো দাবি করে, তিনি করোনা নিয়ন্ত্রণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গণস্বাস্থ্য কেন্দ্রের কিট পরীক্ষার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।