চিকিৎসার নামে বিদেশে গিয়ে দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলা রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন
- আপডেট সময় : ০১:৩০:৫০ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪
- / ১৮৭৩ বার পড়া হয়েছে
চিকিৎসার নামে বিদেশে গিয়ে দেশের অভ্যন্তরীন বিষয়ে কথা বলা রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ঢাকা জেলা আওয়ামী লীগের ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিদেশিরা যখন নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছিল, তখন ভারত বাংলাদেশের পাশে ছিলো জানিয়ে ওবায়দুল কাদের বলেন, যতই দিন যাচ্ছে বিএনপি নেতাদের মাঝে বিভেদ ও সমন্বয়হীনতা দেখা দিচ্ছে।
ইফতার পার্টির নামে অপচয় নয় অসহায়দের পাশে দাঁড়াতে দলীয় প্রধানের নির্দেশ অনুযায়ী তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে, ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এসময় আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা বিএনপির ভারত বিরোধী রাজনীতির সমালোচনা করেন। বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, বিএনপি দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকায় নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে হতাশা আর অনৈক্য। দেশের অভ্যন্তরীন বিষয়ে নিয়ে অপরাজনীতি রাজনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিদেশিরা যখন নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র করছিল তখন ভারত বাংলাদের দেশের পাশে ছিলো। সামনের দিন গুলোতে নিত্যপন্যের দাম কমেছে আরো কমবে বলেও জানান তিনি।