চিকিৎসার সুযোগ থাকা সত্ত্বেও হাসপাতাল থেকে রোগী ফেরানো শাস্তিযোগ্য অপরাধ :তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
চিকিৎসার সুযোগ থাকা সত্ত্বেও হাসপাতাল থেকে রোগী ফেরানো শাস্তিযোগ্য অপরাধ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি । তথ্যমন্ত্রী বলেন, বেসরকারি সহ সব হাসপাতালকেই এ ধরণের আচরণ না করে মানবিকতার হাত বাড়িয়ে দেয়া উচিত। এ বিষয়ে সতর্ক করে তথ্যমন্ত্রী বলেন, সরকার এগুলো পর্যবেক্ষণ করছে। রোগীদেরকে সেবা দিতে অবহেলা করলে তাদের ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। সম্প্রতি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অগ্নিকান্ডে হতাহতের ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ইউনাইটেড হাসপাতালের গাফলতি ছিল। সুতরাং যে পাঁচজন মারা গেছেন, তাদের মৃত্যুর দায় কোনভাবেই ইউনাইটেড হাসপাতাল এড়াতে পারে না।