চিনির দাম কমানোর আশ্বাস ব্যবসায়ীদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
- / ১৬০০ বার পড়া হয়েছে
পরিশোধনকারী মিলগুলো সরবরাহ স্বাভাবিক করায়, আজ থেকে বাজারে চিনির সংকট কেটে গিয়ে দাম কমে আসার কথা।
এ প্রতিশ্রুতি দিয়েছেন বেসরকারি চিনি সরবরাহকারী মিল-মালিক ও ব্যবসায়ীরা। বর্তমান বাজার পরিস্থিতির জন্য গ্যাস সংকটে স্বাভাবিক মাত্রায় মিল চালাতে না পারার পাশাপাশি আন্তর্জাতিক বাজারকেও দায়ী করেন তারা। ক’দিন আগেও যে চিনির কেজি ছিল ৮৫ টাকা, সপ্তাহের ব্যবধানে তা বেড়ে বিক্রি হয় ১’শ থেকে ১২০ টাকায়। এদিকে টিসিবি আজ থেকে ৫৫ টাকা কেজিদরে চিনি বিক্রি শুরুর কথা জানিয়েছে।