চিনি ও খেজুরের দাম কমেনি ‘নতুন করে যুক্ত চাল, ছোলা, ডাল, গরুর মাংস, ব্রয়লার মুরগি ও আলু’
- আপডেট সময় : ০৪:৩৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
- / ১৬৪৫ বার পড়া হয়েছে
রমজানে অতি প্রয়োজনীয় কিছু নিত্যপণ্যের দাম কমানোর জন্য সরকার নানা উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত সেসব পণ্যের দামে অস্বস্তি নিয়েই শুরু হচ্ছে পবিত্র রমজান। আমদানি শুল্ক কমানোর পর বাজারে চিনি ও খেজুরের দাম কমেনি। অথচ এ দুটি পণ্যেরই আমদানি শুল্ক কমিয়েছে সরকার। এছাড়া দাম বাড়ার তালিকায় নতুন করে যুক্ত হয়েছে চাল, ছোলা, ডাল, গরুর মাংস, ব্রয়লার মুরগি ও আলু।
সংশ্লিষ্টরা বলেছেন, মঙ্গলবার থেকে শুরু রমজান মাস। এসময় নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে কষ্ট বাড়বে স্বল্প আয়ের মানুষের। রাজধানীর বিভিন্ন বাজারে সপ্তাহের ব্যবধানে মোটা ও মাঝারি মানের চালের দাম প্রতি কেজিতে দুই থেকে ৪ টাকা বেড়েছে। তেলের নতুন দাম বেঁধে দিলেও সরবরাহের অযুহাতে আগেই দামেই বিক্রি হচ্ছে বোতলজাত সয়াবিন তেল। আমদানি শুল্ক কমানোর পর চিনির দাম উল্টো বেড়েছে। চড়া দামে বিক্রি হচ্ছে খেজুরও। ব্যবসায়ীরা বলেছেন, সরকার প্রতি কেজি চিনি আমদানি শুল্কে যে ছাড় দিয়েছে, তাতে চিনির দামে খুব বেশি প্রভাব পড়বে না। এছাড়া, বিলাসী পণ্যের তালিকায় খেজুর অন্তর্ভুক্ত করায় বাড়তি শুল্ক দিতে হচ্ছে। ফলে খেজুর আমদানিতে শুল্ক কমানো হলেও দেশের বাজারে খুব বেশি প্রভাব পড়ছে না।