চিনি রফতানিতেও সীমাবদ্ধতা আরোপ করতে যাচ্ছে ভারত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
চিনি রফতানিতেও সীমাবদ্ধতা আরোপ করতে যাচ্ছে ভারত। নিজস্ব খাদ্য সরবরাহে সুরক্ষা নিশ্চিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নিতে চলেছে দেশটি। এক সপ্তাহ আগে গম রপ্তানি বন্ধ করে দেয় দেশটির সরকার।
ব্লুমবার্গে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়। ভারত সরকার সেপ্টেম্বর পর্যন্ত বিপণন বছরের জন্য ১০ মিলিয়ন টন চিনি রফতানির পরিকল্পনা করছে। আগামী অক্টোবরে মৌসুম শুরুর আগ পর্যন্ত পর্যাপ্ত চিনি মজুত নিশ্চিতে এ সিদ্ধান্ত নেয়া হয়। আগামীতে এ পদক্ষেপের ঘোষণা দেয়া হতে পারে। গত বছর ব্রাজিলের পরে বিশ্বের বৃহত্তম চিনি রফতানিকারক দেশ ছিল ভারত। দেশটি থেকে সবচেয়ে বেশি চিনি আমদানি করে থাকে বাংলাদেশ। এ মাসের শুরুতে দাবদাহে ফসল নষ্ট হওয়ায় গমের রফতানি বন্ধ করে দেয় ভারত।