চিলমারী-রৌমারী নৌপথে ফেরি চলাচল, দূরত্ব কমেছে ১২০কিলোমিটার
- আপডেট সময় : ০১:৪৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
- / ১৭৮০ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে চিলমারী-রৌমারী নৌপথে ফেরি চলাচলে ঢাকার সঙ্গে দূরত্ব কমেছে ১২০কিলোমিটার। সহজ হয়েছে ময়মনসিংহ, কুমিল্লাসহ বিভিন্ন অঞ্চলে পণ্য পরিবহন। বেড়েছে যানবাহনের চাপ। তাই ফেরি চলাচল উদ্বোধনের ১২ দিনের মধ্যে বেগম সুফিয়া কামাল নামে আরো একটি ফেরি যুক্ত করা হয়েছে এই নৌপথে। ফলে এ অঞ্চলের মানুষের যাতায়াত ও ব্যবসা বাণিজ্যের আরও প্রসার ঘটবে বলে আশা স্থানীয়দের।
এভাবে প্রতিদিন পাথরসহ পণ্যবাহী ট্রাক ও অন্যান্য যানবাহনের পাশাপাশি ফেরিতে যাতায়াত করছে সাধারণ মানুষও। ঢাকার সাথে প্রায় ১শ ২০ কিলোমিটার দুরত্ব ও খরচ বাচাতে নৌরুটের এ পথকে বেছে নিচ্ছেন গাড়ির চালকরা। অন্যদিকে ঝুঁকিপুর্ণ নৌকায় যাতায়াতের চেয়ে ফেরিতে যাতায়াত নিরাপদ হওয়ায় স্বাচ্ছন্দ বোধ করছেন সাধারণ যাত্রীরা।
এই রুটটি উত্তারাঞ্চল থেকে ময়মনসিংহ, কুমিল্লাসহ বিভিন্ন অঞ্চলে পণ্য পরিবহনে সহজ হওয়ায় যানবাহনের চাপ বেড়েছে । এই চাপ কমাতে দুটি ফেরি চলাচলের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। তবে শুকনো মৌসুমে ডেজিংয়ের মাধ্যমে পানি ধরে রাখতে পারলে উত্তারাঞ্চল উন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করেন বিআইডাব্লিউটিএ’র এ কর্মকর্তা।
গত ২০ সেপ্টেম্বর এই নৌ-রুটে কুঞ্জলতা নামের একটি ফেরি চালু করা হয়। যানবাহনের চাপ বেড়ে যাওয়া ২ অক্টোবর এই নৌরুটে যুক্ত করা হয় ফেরি বেগম সফিয়া কামাল।