চীনের চার নাগরিকের বিরুদ্ধে ভিসা জালিয়াতির অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
চীনের চার নাগরিকের বিরুদ্ধে ভিসা জালিয়াতির অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। তারা দেশটির সশস্ত্র বাহিনীর সদস্য এই তথ্য লুকিয়ে ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এদের মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।
এছাড়া চীনা সামরিক বাহিনীর সঙ্গে অঘোষিত সম্পর্ক রয়েছে যুক্তরাষ্ট্রের ২৫টি শহরে এমন চীনা নাগরিকদের জিজ্ঞাসাবাদ করেছে এফবিআই। মার্কিন কৌসুলিঁরা বলছেন, যুক্তরাষ্ট্রে সামরিক বাহিনীর বিজ্ঞানীদের পাঠানো নিয়ে চীনা পরিকল্পনার অংশ এটি। এদিকে শুক্রবার এই গ্রেফতারের ঘোষণার আগে গত বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েবিন যুক্তরাষ্ট্রের এমন অভিযোগকে বিদ্বেষপরায়ন অপবাদ হিসেবে আখ্যা দিয়ে চীন ‘অবশ্যই এর প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানাবে এবং তাদের বৈধ অধিকারগুলো রক্ষা করবে।’