চীনের পাশাপাশি সিংগাপুর থেকে আসা যাত্রীদেরও অতিরিক্ত নজরদারি করা হচ্ছে

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
চীনের পাশাপাশি সিংগাপুর থেকে আসা যাত্রীদেরও অতিরিক্ত নজরদারি করা হচ্ছে বলে জানিয়েছেন আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
দুপুরে মহাখালি আইইডিসিআর এর কার্যালয়ে ব্রিফিংয়ে করোনা ভাইরাস নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি জানান, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। চীনে গত ২৪ ঘন্টায় করোনা রোগী বাড়লেও নতুন করে কোনো দেশ আক্রান্ত হয়নি। এই মুহুর্তে করোনা ভাইরাসের কোনো প্রতিষেধক আবিস্কার হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, করোনা ভাইরাসের ভ্যাকসিন আসতে সময় লাগবে ১৮ মাস।বাংলাদেশে করোনা মোকাবিলায় সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোতে আইসোলেশন ইউনিট প্রস্তুত করা হচ্ছে বলেও জানান মীরজাদী সেব্রিনা ফ্লোরা।