চীনের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ট্রুডো
- আপডেট সময় : ১০:২৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
চীনের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। চীন যেভাবে বাণিজ্যিক স্বার্থকে কাজে লাগিয়ে পশ্চিমা দেশগুলোকে একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে, তা ঠেকাতেই ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।
গ্লোবাল টেলিভিশনকে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কানাডার প্রধানমন্ত্রী বলেছেন, চীন পশ্চিমা রাষ্ট্রগুলোকে একে অপরের বিরুদ্ধে ‘খেলাচ্ছে’। চীনের কাছ থেকে অর্থনৈতিক সুবিধাপ্রত্যাশী পশ্চিমা দেশগুলোর প্রতিযোগিতাকে কাজে লাগানোর অভিযোগ করেছেন ট্রুডো।সাক্ষাৎকারে ট্রুডো বলেছেন, ‘আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি আর চীন সময়ে সময়ে মুক্তবাজারে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উপায়েই খুব চালাকির সঙ্গে আমাদের একে অপরের বিরুদ্ধে লাগিয়ে খেলছে।’ট্রুডো আরও বলেন, ‘আমাদের একত্র এবং শক্তিশালী হয়ে দাঁড়াতে আরও ভালোভাবে কাজ করতে হবে, যাতে চীন কোনো গোপন অভিপ্রায় নিয়ে খেলতে না পারে এবং আমাদের একে অপরের বিরুদ্ধে লাগিয়ে বিভক্ত না করতে পারে।’
এ মাসের শুরুর দিকে কানাডা জানায়, মিত্র কয়েকটি দেশের মতো তারাও আগামী বছর বেইজিংয়ে হতে যাওয়া শীতকালীন অলিম্পিক কূটনৈতিকভাবে বয়কট করতে যাচ্ছে।