চীনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ জাতিসংঘের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
চীনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ আনলো জাতিসংঘ। দেশটির শিনজিয়াং প্রদেশে উইঘুর সংখ্যালঘু মুসলিমদের ওপর নির্যাতনের অভিযোগ সংক্রান্ত একটি রিপোর্ট হাজির করেছে সংস্থাটি।
তবে তা প্রকাশ্যে না আনতে জাতিসংঘের কাছে আবেদন জানায় চীন। দেশটির অভিযোগ, এসব প্রমাণ পশ্চিমাদের তৈরি ‘প্রহসন’। ওই রিপোর্টে দাবি করা হয়েছে, চীন উইঘুরসহ দেশের অন্য সংখ্যালঘু গোষ্ঠীর ওপরে নিপীড়ন চালিয়ে যাচ্ছে। তবে, অভিযোগ অস্বীকার করেছে বেইজিং। তদন্তকারীরা বলছেন, তারা মানবতাবিরোধী অপরাধের শক্তিশালী প্রমাণ পেয়েছেন। অস্পষ্ট আইন ব্যবহার করে চীন এই গোষ্ঠীগুলোর বিরুদ্ধে নানা পদক্ষেপ নেয় এবং তাদের ‘নির্বিচারে আটকে রাখার’ পদ্ধতি চালু করে।