চীনের ভাইরোলজি ইনস্টিটিউট থেকে করোনা ছড়ানোর অকাট্য প্রমাণ আছে : ট্রাম্প
- আপডেট সময় : ০২:১৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকেই বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । এর সপক্ষে অকাট্য প্রমাণ আছে বলেও দাবি তার।
বুধবার ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন ট্রাম্প। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, চীনের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে চলেছে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র চীনের ক্ষেত্রে আমদানি শুল্ক বহুগুণ বাড়িয়ে দেয়ার কথা ভাবছে। চীন যদি শর্ত না মানে তবে তাদের সঙ্গে সব ধরণের বাণিজ্য চুক্তিও বাতিল করবে যুক্তরাষ্ট্রে। ডোনাল্ড ট্রাম্প বলেন, আগামী নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে তাকে হারানর জন্যে চীন যেকোনো পথই অবলম্বন করতে পারে। করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৯৫ হাজার ২১০ এবং মারা গেছেন ৬৩ হাজার ৮৬১ জন। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ৫৫ হাজার ৭৩৭ জন।