চীনের সঙ্গে চুক্তি করে দেশে করোনা ভ্যাকসিন উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
করোনার টিকা সংকট অচিরেই কেটে যাবে। চীনের সঙ্গে চুক্তি করে দেশে করোনা ভ্যাকসিন উৎপাদন এর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া বিভিন্ন দেশের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।
সকালে দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল এর কনফারেন্স রুমে জেলার করোনা পরিস্থিতি নিয়ে পরিচালনা পরিষদের সভায় এ কথা বলেন তিনি। হুইপ জানান, স্বাস্থ্যবিধি মেনে শোক-দিবস পালন করা হবে। এবারের শোক দিবসের প্রত্যয় হবে- শোককে শক্তিতে পরিণত করা। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই মহামারি নিয়ন্ত্রণে বাংলাদেশ সফল হবার কথাও বলেন তিনি। এসময় হাসপাতাল পরিচালনা পরিষদের সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।