চীন এবং সিঙ্গাপুর থেকে এলেই হাসপাতালের আইসোলেশনে নিতে হবে, এমন ভাবার প্রয়োজন নেই

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৪:০৩ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
চীন এবং সিঙ্গাপুর থেকে এলেই হাসপাতালের আইসোলেশনে নিতে হবে, এমন ভাবার প্রয়োজন নেই বলে জানিয়েছে আইইডিসিআর।
দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনে একথা জানান জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি ঢাকা বা ঢাকার বাহিরে স্বাস্থ্য বিভাগের পরামর্শ নিয়েই বাসায় কোয়ারেন্টাইনে থাকার পরামর্শও দিয়েছেন। তিনি বলেন, দেশে ৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে কিন্তু কারো শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়নি। দেশের বিভিন্ন জায়গা থেকে আরো ৩ জনের নমুনা নেয়া হয়েছে। যাদের কখনো হুবেই বা তার আশেপাশের দেশ ভ্রমণের রেকর্ড নেই। কাল রিপোর্ট পাওয়া যাবে। এসময় আশকোনা থেকে যারা ফিরেছেন তারা সবাই ভালো আছেন বলে জানিয়ে করোনা নিয়ে গুজবে কান না দেয়ার আহবানও জানান মীরজাদী সেব্রিনা ফ্লোরা।