চীন থেকে ফেরত ৩১২ জনকে সর্বশেষ পরীক্ষা নিরীক্ষা শেষে রাতে ছাড়া হবে

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
চীন থেকে ফেরত ৩১২ জনকে সর্বশেষ পরীক্ষা নিরীক্ষা শেষে রাতে ছাড়া হবে। ১ ফেব্রুয়ারি থেকে চীনের হুবেই প্রদেশ থেকে বাংলাদেশের এই নাগরিকরা উত্তরার আশকোনা হাজী ক্যাম্পে করোয়ান্টাইন অবস্থায় আছেন। এরই মধ্যে কয়েক দফা পরীক্ষায় তাদের কারো দেহে করোনার সংক্রমণ ধরা পড়েনি।
আইইডিসিআরের পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা বিষয়গুলো নিশ্চিত করেছেন। দুপুরে তিনি মহাখালিতে ব্রিফিংয়ে বলেন, হাজী ক্যাম্পের করোয়ান্টাইনে থাকাদের বিকাল ৪টা থেকে স্ক্রিনিং শুরু হবে। তারপর নিশ্চিত হলে তাদের ছেড়ে দেয়া হবে। আশকোনার হাজী ক্যাম্পে দীর্ঘদিন করোয়ান্টাইন ছিলেন ৩১২জন বাংলাদেশি নাগরিক। এর মধ্যে কুর্মিটোলা হাসপাতালে ৯ জনকে জরাক্রান্ত হলে পরীক্ষা করা হয়।