চুনারুঘাটে মাদক কারবারীদের হামলায় পুলিশের পাঁচ সদস্য আহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
হবিগঞ্জের চুনারুঘাটে মাদক কারবারীদের হামলায় পুলিশের এক উপপরিদর্শকসহ পাঁচ সদস্য আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। চুনারুঘাট থানা কর্মকর্তা চম্পক ধাম জানায়, গোপন তথ্যের ভিত্তিতে চুনারুঘাট থানার এসআই তরিকুল ইসলামসহ পুলিশের একটি দল মাদক কারবারীদের ধরতে দেউন্দি চা বাগানে যান। এ সময় মাদক কারবারী পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।হামলায় এসআই তরিকুলসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। গুরুতর আহত অবস্থায় কনস্টেবল জুয়েল মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে, মাদক কারবারীদের আটকের জন্য রাতেই পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৬ জনকে আটক করে। পুলিশ বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছে।