চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১
- / ১৫৬১ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাড়ি থেকে ডেকে নিয়ে মনিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পুলিশ ও এলাকাবাসীরা জানায়, বৃহস্পতিবার রাতে নিহত মনিরুল মোবাইলে একটি ফোন পেয়ে বাড়ির বাইরে বের হয়। এর কিছুক্ষণ পর বাড়ির পেছন থেকে গোংগানির শব্দ শুনতে পেয়ে স্ত্রী ও সন্তানরা ঘর থেকে বের হয়ে দেখে মনিরুল পড়ে আছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। পরিবারের দাবি মনিরুল পুলিশের সোর্স হিসেবে কাজ করায় পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।