চুয়াডাঙ্গার ভৈরব নদী থেকে রিমন হোসেন নামে এক জনের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
নিখোঁজের দু’দিন পর চুয়াডাঙ্গার ভৈরব নদী থেকে রিমন হোসেন নামে এক প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতের নাম রিমন হোসেন। জানা গেছে, ঈদের দিন দুপুরে নিখোঁজ হয় রিমোন। গত দুইদিন আশপাশের কোথাও তাকে খুঁজে না পেয়ে বৃহস্পতিবার জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। শুক্রবার সকালে বাড়ির পাশে ভৈরব নদীতে স্থানীয়রা রিমনের মরদহ ভাসতে দেখে বাড়িতে খবর দেয়। পরে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত প্রতিবন্ধী রিমন হোসেন সাবেক পৌর কাউন্সিলার সামসুজ্জামান হান্নুর ছেলে।