চুয়াডাঙ্গায় বখাটের অপমান সহ্য করতে না পেরে এক মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩০:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় বখাটের অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে মাসুমা খাতুন নামে এক মাদ্রাসা ছাত্রী।
গতকাল চুয়াডাঙ্গা পৌর এলাকার হকপাড়ায় এ ঘটনাটি ঘটে। নিহতের বাবা আমিনুল ইসলাম জানান, শহরের আরামপাড়ার মোবারক হোসেনের ছেলে আবুল কালাম প্রায়ই তার মেয়েকে উত্ত্যক্ত করতো। শুক্রবার সকালে রেলস্টেশন সংলগ্ন চায়ের দোকান পরিষ্কার করতে যান তার মেয়ে। সেখানে তাকে একা পেয়ে কালাম আবারও উত্ত্যক্ত শুরু করেন। বিষয়টি এলাকার গণ্যমাণ্য ব্যক্তিদের জানালে গত দুই দিনেও সালিশ না হওয়ায় সিলিং ফ্যানে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে মেয়ে। নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি আত্মহত্যা প্ররোচণা মামলা দায়ের করেছে।