চুয়াডাঙ্গা ও বরিশালে করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা পৌঁছেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৮:১৯ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা ও বরিশালে করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা পৌঁছেছে।
কাল সকাল থেকে দ্বিতীয় ডোজের টিকা দেয়া হবে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, সকালে বেক্সিমকোর ওষুধ কারখানা থেকে টিকার দ্বিতীয় ডোজসহ টিকাবাহী গাড়িটি চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছায়। দ্বিতীয় ধাপে ৩ হাজার ৯০০ ভায়াল টিকা পাঠানো হয়েছে। এই টিকা ৩৯ হাজার জনকে দেয়া হবে।
বরিশালে পৌছেছে করোনার দ্বিতীয় ডোজ টিকা। আজ সকাল ৯টায় বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে এ টিকা পৌছে। টিকা গ্রহন করেন সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন। এ সময় জেলা প্রশাসন ও পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থতি ছলিনে। বরিশালে ৫টি প্যাকেটে ৫১ হাজার ডোজ ভ্যাকসিন এসেছে। ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজের টিকা দেয়া হবে।