আজ ‘এক দফার’ চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দিতে যাচ্ছেন বিএনপিসহ ৩৭ দল
- আপডেট সময় : ১২:০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
- / ১৭১৮ বার পড়া হয়েছে
জনগণের ভোটাধিকার আদায়ের লক্ষ্যে আজ রাজধানীর নয়াপল্টনে সরকার পতনের এক দফার চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দিতে যাচ্ছে বিএনপি।
সমাবেশকে কেন্দ্র করে এরই মধ্যে নয়াপল্টনে জড়ো হতে শুরু করেছেন বিএনপি নেতাকর্মীরা। সকাল থেকে রাজধানী ও এর আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেন। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঞ্চ তৈরি করা হয়েছে। সকাল সাড়ে ১১টার মধ্যেই কার্যালয়ের সামনের সড়ক নেতাকর্মীদের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়। রাজধানীর ১২টি জায়গা থেকে আজ বিএনপির সাথে যুগপৎভাবে একই ঘোষণা দেবে গণতন্ত্র মঞ্চ, ১২–দলীয় জোট, এলডিপি, গণঅধিকার পরিষদ, গণফোরাম, এবি পার্টিসহ ৩৭টি রাজনৈতিক দল ও জোট। ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারির সফরের মধ্যেই আজ দুপুর দুইটায় নয়াপল্টনে বিএনপি’র সমাবেশ হবে। ২৩ শর্তে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপি। এদিকে, ক্ষমতাসীন দল আওয়ামী লীগকেও একই সময়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে। দুই দলকে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্ধারিত স্থানে সমাবেশ করার নির্দেশনা দেয়া হয়েছে।