চেয়ারম্যানের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে স্বাক্ষ্য দেয়ায় বরগুনার দুই মেম্বারের উপর হামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৪:২৬ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
ইউপি চেয়ারম্যানের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে স্বাক্ষ্য দেয়ায় বরগুনার দুই মেম্বারের উপর হামলার অভিযোগ উঠেছে।
গেলো রাতে ঢলুয়া ইউপি মেম্বার কবির হোসেন ও গোলাম ফরিদ-সহ তিনজনে মিলে বাড়ী ফেরার পথে হামলার শিকার হন। খাজুরা এলাকায় ওৎপেতে থাকা দুর্বৃত্তরা মেম্বারের মোটরসাইকেলের গতিরোধ করে হাতুড়িপেটা করে। এসময় তাদের চিৎকারে পালিয়ে যায় হামলাকারীরা। পরে আহতদের প্রথমে বরগুনা সদর হাসপাতাল পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।